Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মিশন ও ভিশন

বিভিন্ন মন্ত্রনালয়ের কার্য়বন্টন (রুলস অব বিজনেসের নং১ তফসিল) অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর নিম্ন বর্নিত সসম্পাদন করে থাকেঃ

 

  • যুবদের কল্যাণ, প্রশিক্ষণ ও অন্যান্য বিষয়ক কারযাদি।
  • উন্নয়ণ মূলক কাজে যুবদের সেচ্ছায় অংশগ্রহনে উৎসাহিত করা।
  • যুবদের কল্যানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ রাখা।
  • প্র্রকল্পের জন্য অর্থ মন্জুরী।
  • যুব পুরস্কার প্রদান।
  • যুবদের দায়িত্বশীল,আত্মবিশ্বাসী এবং অন্যান্য মানবিক গনাবলী অর্জনে উৎসাহ প্রদানের জন্য কর্মসুচী গ্রহণ ।
  • যুব উন্নয়ন কার্যক্রমের উপর গবেষণা ও জরিপ ।
  • বেকার যুবদের জন্য কর্মসংস্থানের লক্ষে কার্যক্রম গ্রহণ।
  •  

অধিদপ্তরের  ভিশনঃ

  • বাংলাদেশের উন্নয়ণ ও গৌরব বৃদ্ধিতে সক্ষম, নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আধুনিক জীবনমনস্ক যুব সমাজ।

 

অধিদপ্তরের  মিশনঃ

  • জীবনের সর্বক্ষেত্রে যুবদের প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রতিভার বিকাশ ও খমতায়ন নিশ্চিত করা।

 

অধিদপ্তরের উদ্দেশ্যাবলীঃ

ক)        যুবদের ন্যায়নিস্ঠ, আধুনিক জীবনবোধ সম্পন্ন, আত্মমরযাদাশীল ও ইতিবাচক মানুষ হিসাবে গড়ে      তোলা।

খ)         যুবদের অন্তর্র্নিহিত সম্ভবনা বিকাশের অনুকুল পরিবেশ সৃষ্টি করা।

গ)         যুবদের মানব সম্পদে পরিনত করা ।

ঘ)         যুবদের মান সম্পন্ন শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

ঙ)         যুবদের যোগ্যতা অনুযায়ী পেশা ও কর্মের ব্যবস্থা করা।

চ)         যুবদের অর্থনৈতিক ও সৃজনশীল কর্মোদ্যাগ উৎসাহিত করা।

ছ)         ক্ষমতায়নের মাধ্যমে যুবদের জাতীয় জীবনের সর্বস্তরে সক্রিয় ভুমিকা পালনে সক্ষম করে তোলা।

জ)        স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় যুবদের সম্পৃক্ত করা।

ঝ)         পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও দুরযোগ প্রশমন সহ জাতি গঠনমূলক কার্যক্রমে  সেচ্ছাসেবী    হতে যুবদের উৎসাহিত করা।

ঞ)        সমাজের অনগ্রসর এবং শারীরিক-মানসিক বা অন্য যেকোন প্রতিবন্ধকতার শিকার মানুষের প্রতি যুব সমাজকে সংবেদনশীল ও দায়িত্বশীল করে তোলা।

ট)         বিশেষ চাহিদা সম্পন্ন যুবদের অধিকার নিশ্চিত করা।

ঠ)         জীবনাচরণে মতাদর্শগত উগ্রতা ও অক্রমনাত্মক মনোভাব পরিহারে যুবদের উদ্বুদ্ধ করা।

ড)         যুবদের মধ্যে উদার, অসম্প্রদায়িক,মানবিক ও বৈশ্বিক চেতনা জাগ্রত করা।