Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কার্যালয়

যুব উন্নয়ন অধিদপ্তর

পত্নিতলা,নওগাঁ

 

নাগরিক সেবা কার্যক্রম (Citizens Charter)

 

জাতীয় যুবনীতি অনুসারে বাংলাদেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী জনগোষ্ঠীকে যুব হিবাবে চিহ্নিত করা হয়েছে। এ বয়স সীমার জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ।দেশের এই বিপুল যুব সম্প্রদায়কে সার্বিক উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে অত্র কার্যালয় থেকে নিম্নোক্ত সেবামূলক কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।

 

 

ক্রঃ নং

 

সেবা কার্যক্রমের বিবরণ

সেবা প্রদানকারী বিভাগ/শাখা

সেবা প্রদানকারী বিভাগ/শাখার ফোন নম্বর

 

 

১।

বেকার যুবদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচীঃ

যুবসমাজেকে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরণের জন্য তাদেরকে উদ্বুদ্ধকরণ,জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানব সম্পদে পরিনত করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর হতে বেকার যুবদের আত্মকর্মসংস্থানের জন্য নিম্নলিখিত ট্রেডসমূহে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।

 

(ক) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ-

(ìআবাসিক প্রশিক্ষণ-

১) পশুপালন,মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সঃ

    কোর্সের মেয়াদ - ২মাস ১৫দিন

    শিক্ষাগত যোগ্যতা- ন্যুনতম ৮ম শ্রেণী পাশ

    কোর্স ফিঃ - ভর্তি ফি-১০০/- টাকা (অফেরৎযোগ্য)

                - জামানত-১০০/- টাকা (ফেরৎযোগ্য)

    কোর্স শুরুর সম্ভাব্য সময়- জানুয়ারী  ,এপ্রিল, জুলাই  ও  অক্টোাবর ।

    আসন সংখ্যা - ৬০ জন।

    প্রশিক্ষণার্থীদের হোষ্টেলে আবাসিক সুবিধাসহ খাবার বাবদ মাসে 

     ১,২০০/-টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।

 (ììঅনাবাসিক প্রশিক্ষণ-

 ১) কম্পিউটার বেসিক কোর্সঃ

     কোর্সের মেয়াদ - ৬ মাস

     শিক্ষাগত যোগ্যতা - ন্যুনতম উচ্চ মাধ্যমিক পাশ।

     কোর্স ফি - ১,০০০/- টাকা (অফেরৎযোগ্য)

     কোর্স শুরুর সম্ভাব্য সময় - জুলাই ও জানুয়ারী

     আসন সংখ্যা - ৪০ জন।

 

 

 

২)  পোষাক তৈরী প্রশিক্ষণ কোর্সঃ

     কোর্সের মেয়াদ - ৪ মাস

     শিক্ষাগত যোগ্যতা- ন্যুনতম ৮ম শ্রেণী পাশ

     কোর্স ফি - ভর্তি ফি ৫০/- টাকা (অফেরঃযোগ্য)

     কোর্স শুরুর সম্ভাব্য সময় - জুলাই,নভেম্বর ও মার্চ

     আসন সংখ্যা - ৪০ জন।

 

৩) মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সঃ

     কোর্সের মেয়াদ - ১ মাস

     শিক্ষাগত যোগ্যতা- ন্যুনতম ৮ম শ্রেণী পাশ

     কোর্স ফি - ভর্তি ফি ৫০/- টাকা (অফেরৎযোগ্য)

     কোর্স শুরুর সম্ভাব্য সময় - প্রতি মাস

     আসন সংখ্যা - ২০ জন।

 

৪) ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং প্রশিক্ষণ কোর্সঃ

    কোর্সের মেয়াদ - ৬ মাস

    শিক্ষাগত যোগ্যতা- ন্যুনতম ৮ম শ্রেণী পাশ

    কোর্স ফি - ভর্তি ফি ৩০০/- টাকা (অফেরৎযোগ্য)

    কোর্স শুরুর সম্ভাব্য সময় - জুলাই ও জানুয়ারী

    আসন সংখ্যা - ৩০ জন।

 

৫) ইলেকট্রনিক্স প্রশিক্ষণ কোর্স ঃ

    কোর্সের মেয়াদ - ৬ মাস

    শিক্ষাগত যোগ্যতা- ন্যুনতম এস,এস,সি পাশ

    কোর্স ফি - ভর্তি ফি ৩০০/- টাকা (অফেরৎযোগ্য)

    কোর্স শুরুর সম্ভাব্য সময় - জুলাই ও জানুয়ারী

    আসন সংখ্যা - ৩০ জন।

 

৬) রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং প্রশিক্ষণ কোর্সঃ

    কোর্সের মেয়াদ - ৬ মাস

    শিক্ষাগত যোগ্যতা- ন্যুনতম এস,এস,সি পাশ

    কোর্স ফি - ভর্তি ফি ৩০০/- টাকা (অফেরৎযোগ্য)

    কোর্স শুরুর সম্ভাব্য সময় - জুলাই ও জানুয়ারী

    আসন সংখ্যা - ৩০ জন।

(খ) অপ্রাতিষ্ঠানিক/ভ্রাম্যমান প্রশিক্ষণ -

উপজেলা পর্যায়ে স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে ৭দিন থেকে ৩০ দিন মেয়াদী  প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়।এই প্রশিক্ষণ কোর্সে কোন ভর্তি ফি বা কোর্স ফি লাগে না । ( ৪১টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে)

 

 

 

 

 

 

 

 

 

জেলা কার্যালয়

 ও

যুব প্রশিক্ষণ কেন্দ্র।

 

 

 

 

 

 

 

 

জেলা কার্যালয়ের

কম্পিউটার প্রক্ষিণ কেন্দ্র।

 

 

জেলা কার্যালয়াধীন পোষাক তৈরী প্রক্ষিণ কেন্দ্র।

 

 

 

 

জেলা কার্যালয়াধীন

মৎস্য চাষ প্রশিক্ষণ কেন্দ্র।

 

 

 

জেলা কার্যালয়াধীন কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র।

 

 

 

 

জেলা কার্যালয়াধীন

কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র।

 

 

 

জেলা কার্যালয়াধীন

কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র।

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় (সংশি­ষ্ট উপজেলা)।

 

 

 

 

 

 

 

 

 

৬২১৬৫

৬২৮৩২

৬১১০৭

 

 

 

 

 

 

 

 

৬২১৬৫

৬২৮৩২

৬১৯০৪

 

 

 

 

 

 

৬২১৬৫

৬২৮৩২

 

 

 

 

 

 

 

 

৬২১৬৫

৬২৮৩২

 

 

 

 

 

 

৬২১৬৫

৬২৮৩২

 

 

 

 

 

৬২১৬৫

৬২৮৩২

 

 

 

 

 

৬২১৬৫/ ৬২৮৩২

০১৫৫২-৪৯৩৭৫৯

 

 

 

 

 

২।

প্রশিক্ষিত যুবদের আত্মকর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে যুব ঋণ কর্মসূচীঃ

প্রশিক্ষিত যুবদের আত্মকর্মে নিয়োজিত হওয়ার জন্য প্রকল্প স্থাপনের  নিমিত্তে দু’ধরনের ঋণ সহায়তা প্রদান করা হয়।

(ক) একক ভিত্তিক ঋণ প্রদান-(সকল উপজেলা)

(ì) প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্তকে ১০,০০০/- থেকে ৫০,০০০/- পর্যন্ত।

(ìì) অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্তকে ৫,০০০/- থেকে ২৫,০০০/- পর্যন্ত

জেলা কার্যালয়   ও

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় (সংশি­ষ্ট উপজেলা)।

 

৬২১৬৫/ ৬২৮৩২

০১৫৫২-৪৯৩৭৫৯

 

                     

 

 

 

 

৩।

যুব সংগঠন তালিকা ভূক্তিকরণঃ

 দেশের উন্নয়ন প্রক্রিয়ায় যুব সংগঠন সহযোগী শক্তি হিসেবে বলিষ্ঠ অবদান রাখতে সক্ষম। এরই অংশ হিসেবে ১৯৯৫-৯৬ অর্থ বছর হতে বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনসমূহকে যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক তালিকাক্তুক্তিকরণ শুরু হয়।শুরু থেকে ডিসেম্বর, ২০১০ পর্যন্ত নওগাঁ জেলার  সদর উপজেলায় এ পর্যন্ত ৮১ টিযুব তালিকাভুক্ত হয়েছে।

 

জেলা কার্যালয়  ও

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় (সংশি­ষ্ট উপজেলা)।

৬২১৬৫

৬২৮৩২

০১৫৫২-৪৯৩৭৫৯

 

 

৪।

যুব সংগঠনের মধ্যে অনুদান প্রদানঃ

দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ১৯৮৯-৯০ অর্থবছর থেকে বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনকে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক  অনুন্নয়ন খাত থেকে এবং যুব কল্যাণ তহবিল থেকে অনুদান প্রদান করা হয়।

জেলা কার্যালয়  ও

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় (সংশি­ষ্ট উপজেলা)।

৬২১৬৫

৬২৮৩২

০১৫৫২-৪৯৩৭৫৯

 

 

৫।

যুব কর্মসংস্থানে খাস ও বদ্ধ জলাশয় ইজারা প্রদানঃ

  যুব কর্মসংস্থান ত্বরান্বিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রনালয়ের উদ্যোগে ১৯৯৭ সালে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২০ একর পর্যন্ত খাস ও বদ্ধজলাশয় নিবন্ধিত যুব/যুব মহিলা সমবায় সমিতিকে ইজারা দেয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।জলাশয় ব্যবহারের নীতিমালা অনুযায়ী এসব জলাশয় উপজেলা পর্যায়ে গঠিত কমিটির মাধ্যমে যুব সমবায় সমিতিকে ইজারা প্রদান করা হতো যাতে বেকার যুবদের কর্মসংস্থানের সুযোগ ছিল।

জেলা কার্যালয়  ও

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় (সংশি­ষ্ট উপজেলা)।

৬২১৬৫

৬২৮৩২

০১৫৫২-৪৯৩৭৫৯

 

 

৬।

জাতীয় যুব পুরস্কারঃ

যুব উন্নয়ন অধিদপ্তর হতে যে সকল যুবক ও যুব মহিলা প্রশিক্ষণ ও ঋণ গ্রহন করে আত্মকর্মসংস্থানে সফল হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হন তাদের কাজের স্বীকৃতি স্বরূপ প্রতিবছর সারাদেশে মোট ১৬জন সফল যুবকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়।নওগাঁ জেলাসদর উপজেলা থেকে  ২০০৩সালে  ১জন ও ২০০৬ সালে  ১জন জাতীয় যুব পুরস্কার পেয়েছে।

জেলা কার্যালয়  ও

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় (সংশি­ষ্ট উপজেলা)।

৬২১৬৫

৬২৮৩২

০১৫৫২-৪৯৩৭৫৯

 

 

৭।

কমনওয়েলথ যুব পুরস্কারঃ

কমনওয়েলথ ইয়ূথ প্রোগ্রাম,এশিয়া সেন্টার এশীয় অঞ্চলের কমনওয়েলথভূক্ত দেশসমূহের যুব/যুব সংগঠকদের যুব উন্নয়ন কর্মকান্ডে অবদান/যুব সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়ন কর্মকান্ড,যুব মহিলাদের উন্নয়নমূলক কর্মকান্ড আদিবাসী যুবদের উন্নয়নমূলক কর্মকান্ড,যুব সংগঠনের মাধ্যমে প্রকল্প ভিত্তিক কমিউনিটি ডেভেলপ -মেন্ট ও স্বনির্ভর কার্যক্রমের জন্য বিভিন্ন শিরোনামে কমনওয়েলথ যুব পুরস্কার প্রদান করে থাকে।

জেলা কার্যালয়  ও

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় (সংশি­ষ্ট উপজেলা)।

৬২১৬৫

৬২৮৩২

০১৫৫২-৪৯৩৭৫৯

 

 

 

 

 

 

নেটয়ার্কিং  জোরদার করণ প্রকল্পঃ

ক্লাব ভিত্তিক যুব কার্যক্রম সারাদেশে সম্প্রসারন ওজোরদারকরণ কর্মসূচীর আওতায়নওগাঁসদর উপজেলায় ০৪টি যুব সংগঠন এ কর্মসূচীর আওতায়  অন্তর্ভুক্ত হয়েছে,এ প্রকল্পের মাধ্যমে  বেকার যুবদের লাভজনক কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানের  জন্য যুব সংগঠনের সহায়তায় স্থানীয় চাহিদার ভিত্তিতে জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এ লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সাথে সকল  জেলা ওউপজেলা কার্যালয়ের সাথে ইন্টারনেট সংযোগ স্থাপন করা হবে প্রকর্পটি জাপান সরকারের  জেডিসিএফ –এর আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে

জেলা কার্যালয়

উপজেলা কার্যালয়

৬২১৬৫

৬২৮৩২

০১৫৫২-৪৯৩৭৫৯